Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলার পটভূমি

 কিংবদন্তি আছে যে, বিভিন্ন জায়গা থেকে এখানে ঝিনুক কুড়াতে দলে দলে লোক আসতো। আবার ঝিনুক থেকে চুন ও বোতাম তৈরী হওয়ায় চুন ব্যবসায়ীরা এখানে রেখেছিল ঝিনুক কুড়ানো একদল লোক। এরা ঝিনুক প্রাপ্তির স্থানটিকে ঝিনুকদহ বলতো। আবার কেউ কেউ বলেন, ঝিনুক ও দহ মিলিয়ে মুখে মুখে হয়ে দাঁড়ায় ঝিনুকদহ। অর্থাৎ দহে (বড় জলাশয়) ঝিনুক ছিল, এই দহ থেকে ঝিনুক কুড়াতে কুড়াতে  ঝিনুক আঞ্চলিক ভাষায় ঝিনেইদহে রূপামত্মরিত হয়ে আজকের ঝিনাইদহ হয়েছে। অন্যরা বলেন, দহ অর্থ গ্রাম। এই গ্রামে ঝিনুক পাওয়ার কারণে স্বাভাবিকভাবে ঝিনুকদহ নামকরণ হয়েছিল যা পরে ঝিনাইদহ হয়েছে।

 

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নৈসর্গিক সৌন্দর্যের অপূর্ব লীলা নিকেতন, ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহের কেন্দ্রস্থলে অবস্থিত নদী, বিল, বাওড়, দহের সলিল আলপনা খচিত গাঢ় সবুজের গালিচায় আবৃত আদর্শ উপজেলা ঝিনাইদহ সদর। রাজধানী ঢাকা হতে পশ্চিমে ক্রমঅগ্রসরমান মাগুরা- চুয়াডাঙ্গা মহাসড়ক যে স্থানে উত্তর-দক্ষিণে প্রসারিত কুষ্টিয়া যশোর মহাসড়ককে ছেদ করেছে, সেই স্থানে নবগঙ্গা নদীর তীরে প্রকৃতির শ্যামল নিসত্মরঙ্গ ও নৈঃশব্দ ছিন্ন করে ইমারত, স্থাপনা, ভবনাদি ও যান্ত্রিকতার কোলাহলপূর্ণ যে আধুনিক শহর আজ বিকাশমান সেটাই ঝিনাইদহ জেলা শহর। জেলা সদর তথা ঝিনাইদহ পৌরসভা এবং সতেরটি ইউনিয়ন নিয়ে গঠিত বর্তমান আদর্শ ঝিনাইদহ সদর উপজেলা।

ভৌগলিক অবস্থানঃ এ উপজেলা ২৩-১৫ উত্তর অক্ষাংশ থেকে ২৩-৪৫ উত্তর অক্ষাংশ পর্যমত্ম এবং ৮৮-৪৫ পূর্ব দ্রাঘিমা থেকৈ ৮৯-১৫ পূর্ব দ্রাঘিমা পর্যমত্ম বিস্তৃত।