নবগঙ্গা নদীর তীরে ঝিনাইদহ শহর। শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড় ও পায়রা চত্বর। আছে প্রায় ২০০ বছরের পুরনো দুটি কড়ইগাছ। এই কড়ইতলাকে ঘিরেই যেন ঝিনাইদহ শহরের বিস্তার।
ঝিনাইদহবাসী সংস্কৃতিকে পরম যত্নে লালন করতে আস্থালীল। তাই ঝিনাইদহের পায়রা চত্বর যেন শহরেরই ভাবচর্চার প্রতিনিধিত্ব করে। পায়রা শান্তির প্রতীক। ঝিনাইদহের পায়রা চত্বরও সেই শান্তির সুবাতাস নিয়ে সবাইকে স্বাগত জানায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS